অসৎ জঙ্গি সন্ত্রাসীদের বাংলায় স্থান নেই : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদ, সন্ত্রাসী তৎপরতা অথবা অসৎ কাজ চালাবে তাদের এ দেশে ঠাঁই হবে না। অসৎ জঙ্গি সন্ত্রাসীদের বাংলার বুকে ঠাঁই নেই।
আজ মঙ্গলবার পাবনার ঈশ্বরদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দিবসে ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দির পরিদর্শনের সময় এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
ভূমি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. রেজুয়ান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমিমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, একাত্তরের পরাজিত স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে এ দেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার অপকৌশল চালিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে শক্ত হাতে কুচক্রীদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যার যার ধর্ম পালন করছে। ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না।
মৌবাড়ি দুর্গামন্দির ও ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দির কমিটির পরিচালনায় গঠিত পূজামণ্ডপে এ সময় অন্যদের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পূজা উদযাপন কমিটির সভ্য সুনীল চক্রবর্তী, স্বপন কুমার কুণ্ডু, সাঈদুল ইসলাম লাল্টু, সমর সরকার, রমেন্দ্র নাথ, মাধব কুমার, আবদুল হান্নান, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।