উত্তরবঙ্গে শীতবস্ত্র দেবে ১৪ দল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/19/photo-1484844659.jpg)
শীতবস্ত্র বিতরণের জন্য আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গে যাচ্ছেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে উত্তরবঙ্গের বগুড়া, রংপুর ও সিরাজগঞ্জে যাবেন নেতারা।
এই মানবিক সফরে আরো থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী।
১৪ দলের নেতাদের মধ্যে সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বীরেন সাহা, ডা. শাহাদাত হোসেন, এজাজ আহমেদ মুক্তা, নজরুল মজিদ বেলাল, শফিক আহমদ খান, মুহাম্মদ আতা উল্লাহ খান, মো. আলী ফারুকী, রেজাউর রশিদ খান প্রমুখ যাবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।