সাংবাদিকদের সাথে নিয়ে কুমিল্লায় অপরাধ দমনের প্রত্যয়
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/02/photo-1433255870.jpg)
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আজ মঙ্গলবার মতবিনিময় করেন কুমিল্লার নবনিযুক্ত পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। ছবি : এনটিভি
সাংবাদিকদের সঙ্গে নিয়ে কুমিল্লার অপরাধ দমনে কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ‘পুলিশ যে উদ্দেশ্য নিয়ে কাজ করে সাংবাদিকদের উদ্দেশ্য ও লক্ষ্য একই। পুলিশ সাংবাদিক একে অপরের সহযোগী।’
এ সময় সীমান্তবর্তী জেলা কুমিল্লায় যত সহজেই মাদক প্রবেশ করুক না কেন তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন নবনিযুক্ত পুলিশ সুপার।
মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশত সংবাদকর্মী এবং কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।