বান্দরবানে ৪ উন্নয়নকাজের উদ্বোধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/21/photo-1485016570.jpg)
বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে এগুলো উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
প্রকল্পগুলো হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯৫ লাখ টাকা ব্যয়ে রুমা সাঙ্গু কলেজ একাডেমিক ভবন নির্মাণ, ৮৭ লাখ টাকা ব্যয়ে কলেজের ছাত্রী এবং ছাত্রদের জন্য দুটি আলাদা হোস্টেল নির্মাণ এবং ৩০ লাখ টাকা ব্যয়ে রুমা পাইলট পাড়া জামে মসজিদ নির্মাণ।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, সেনাবাহিনীর রুমা গ্যারিসনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম আরিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাকসুদ চৌধুরী, বান্দরবান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে রুমা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বোমাং সার্কেলের ৩৫৬ নম্বর পলি মৌজার হেডম্যানশিপ গ্রহণের সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।