পাবনায় পিকআপ ভ্যানের চাপায় নিহত ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/03/photo-1433310229.jpg)
পাবনা-ঢাকা মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান (৬০) ও মহিরুল মোস্তফা সাধুর (৪০) বাড়ি পাবনা সদর উপজেলার মধুপুর গ্রামে।
সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসাইন জানান, সকালে কয়েকজন বৃদ্ধ পাবনা-ঢাকা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। তাঁরা মধুপুর বাজারের দক্ষিণপাড়া মসজিদের সামনে এলে হঠাৎ করে একটি লিচুভর্তি হলুদ রঙের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই আবদুর রহমান ও মহিরুল মোস্তফা সাধুর মৃত্যু হয়। ট্রাকের চালক বাকী (২০) গুরুতর আহত হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে মধুপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে।