যুক্তরাষ্ট্রকে বন্দিবিনিময় চুক্তি সম্পন্নের অনুরোধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/09/photo-1423476014.jpg)
দ্বিপক্ষীয় বন্দিবিনিময় চুক্তি সম্পন্ন করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স বার্নিকাটের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরী এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশ পাওয়া আশরাফুজ্জামান খানের বিষয়টি উত্থাপন করা হয়।
বৈঠকে বার্নিকাট ও শাহরিয়ার আলমের মধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশজুড়ে চলমান সহিংসতা নিয়েও আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডকে শক্তিশালী করা, জাতীয় সন্ত্রাসবিরোধী নীতিমালা প্রণয়ন, শান্তিরক্ষী বাহিনীর সামর্থ্য বৃদ্ধি এবং সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার আগ্রহের প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, অংশীদারি সংলাপ, নিরাপত্তা সংলাপ, প্রতিরক্ষা সংলাপ এবং টিকফা কাউন্সিল বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এখন একটি দৃঢ় অবকাঠামোর ওপর দাঁড়িয়ে আছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘উৎপাদন, অবকাঠামো, কর্মসংস্থান এবং উচ্চ প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানাবে।’
বৈঠকের পর বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ তিনি আরো বলেন,‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর এবং আলোচনার জন্য আমাদের মধ্যে অনেক বিষয় রয়েছে।’
এই মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। শিগগিরই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।