ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষ, সেনাসহ নিহত ৪

ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২১ জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নোয়াখালীর সেনবাগ এলাকার ওবায়দুল হক (৭০), সাতক্ষীরার রতনপুর এলাকার শামসুল রহমান (৪০) ও শহীদুল ইসলাম (২৪)। তাঁদের মধ্যে শহীদুল সেনাসদস্য। তিনি রাঙামাটিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কাজ করতেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এ সময় বাসটি ৫০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এসআই আরো জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।