মুক্তিযোদ্ধা হত্যা মামলায় দুজনের ফাঁসি
মোহনগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কানু তালুকদার হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন নেত্রকোনার একটি আদালত।
আজ সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার পাবই গ্রামের বকুল মিয়া (৪৮) ও আনোয়ার হোসেন (২৭)। পুলিশ আনোয়ারকে গ্রেপ্তার করলেও ঘটনার পর থেকেই পলাতক আছেন বকুল মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ সাংবাদিকদের জানান, উপজেলার বিরামপুর গ্রামের কানু তালুকদারের মেয়ের সাথে বকুল মিয়ার ছেলের বিয়ে হয়। কানু তালুকদার এই বিয়ে মেনে নিতে পারেননি।
এতে ক্ষুব্ধ হয়ে বিয়ের প্রায় এক বছর পর ২০০৮ সালের ১০ মে রাত ২টার দিকে সিঁধ কেটে ঘরে ঢুকে কুড়াল দিয়ে কুপিয়ে কানু তালুকদারকে খুন করে আসামিরা।
নিহতের ভাই কাঞ্চন তালুকদার মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ৩১ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন জসীম উদ্দিন।