কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়ায় আজ শুক্রবার সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর দুটি যানবাহন খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত ইউছুব আলীর (৪৫) বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা বাংড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও অটোরিকশা পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় চারজন মারাত্মক আহত হয়। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ইউছুব আলীর মৃত্যু হয়।

                  
                                                  মহব্বত হোসেন, টাঙ্গাইল