মানবতার শত্রুর বিরুদ্ধে সোচ্চার হোন : প্রধানমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/09/photo-1423489895.jpg)
যারা মানুষ পুড়িয়ে মারে, তারা মানবতার শত্রু উল্লেখ করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশের সফটওয়্যার নির্মাতাদের পণ্য প্রদর্শনের এ মেলার শুরু হয়েছে সোমবার। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আওয়ামী লীগ সরকারই ডিজিটাল বাংলাদেশের ধারণা দিয়েছিল এবং তারা এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রপ্তানি ক্ষেত্রে আমাদের আরো নতুন নতুন পণ্য যেমন উৎপাদন করতে হবে। আমি মনে করি, সফটওয়্যার প্রস্তুত করা এবং রপ্তানি করার ক্ষেত্রে নজর দিতে হবে। ইতিমধ্যে টার্গেট ধরা হয়েছে ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডলার আয় হবে এই আইসিটি সেক্টর থেকে। আমরা তা করতে পারব।’
অদূর ভবিষ্যতে সফটওয়্যার বাংলাদেশের এক নম্বর রপ্তানি পণ্য হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের ফলে দেশে ব্যাপক কমর্সংস্থান সৃষ্টি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি সেবার মান উন্নত হয়েছে, সরকারি দপ্তর মানুষের দোরগোড়ায় চলে গেছে। তবে বিএনপি-জামাতের কারণে এসব উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিদিন পুড়িয়ে মানুষ হত্যা করা, এটা অমানবিক কাজ, কোনো মানুষ এটা করতে পারে, তা বিশ্বাস করতেও কষ্ট হয়। যারা এটা করে তারা মানবতার শত্রু। তারা জনগণের শত্রু। তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এ অবস্থা থেকেও সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা উত্তরণ ঘটাব।’
পরে প্রধানমন্ত্রী তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে সাথে নিয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো ঘুরে দেখেন।