জেএমবির ‘আইটি প্রধান’সহ ৪ জঙ্গি কারাগারে
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ার পূর্ব দোলাইর পাড় থেকে আটক নব্য জামা’য়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার জঙ্গিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ আদেশ দেন। এর আগে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব চার আসামিকে আটক করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে তাঁদের রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করা হয়নি।
আসামিরা হলেন- নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তথ্য-প্রযুক্তি (আইটি) শাখার প্রধান মোহাম্মদ আশফাক-ই-আজম ওরফে আপেল ওরফে আবদুল্লাহ, মো. মাহবুবুর রহমান ওরফে রুমি (২৩), মো. শাহিনুজ্জামান ওরফে শাওন (৩০) এবং মো. আশরাফ আলী (২৪)।
গতকাল বুধবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে উল্লিখিত চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
এ সময় অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চারজনকে গ্রেপ্তারের বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, পূর্ব দোলাইরপাড়ে ওই বাড়িতে নির্মাণশ্রমিক পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল জঙ্গিরা। তিনি জানান, ২৩ জানুয়ারি দুই ব্যক্তি নির্মাণশ্রমিক পরিচয় দিয়ে পাঁচতলাবিশিষ্ট ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া নিয়েছিলেন। ১ ফেব্রুয়ারি ওই বাসায় তাঁদের পরিবার নিয়ে আসার কথা ছিল।
মুফতি মাহমুদ আরো জানান, র্যাবের হাতে গ্রেপ্তার চার জঙ্গি হলেন শাহীনুজ্জামান, মাহবুবুর রহমান, আশফাক-ই-আজম ওরফে আপেল ও আশরাফুল আলী। তাঁদের মধ্যে শাহীনুজ্জামান নব্য জেএমবির সদস্য। তিনি চট্টগ্রামে প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রশিক্ষণ চলাকালে তিনি গুলিতে আহতও হয়েছিলেন।