গোপনে ভাঙল প্রতিমার আঙুল, ফাটাল মাথা
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী প্রতিমার হাত ভাঙচুর ও মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বন্ধ ক্যাম্পাসে গোপনে এ কাজ করে দুর্বৃত্তরা।
এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ। প্রতিমার আঙুল ভাঙচুরের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর জাহিদুল করিম বিষয়টি জানিয়েছেন, এ ঘটনায় ত্রিশাল মডেল থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নজরুল ইসলাম আবেদনটি করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বন্ধ বিশ্ববিদ্যালয়ে প্রতিমা উন্মুক্ত অবস্থায় পেয়ে দুর্বৃত্তরা গোপনে এ কাজ করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা প্রতিমার হাতের আঙুল ভাঙচুর করে, আঘাত দিয়ে মাথা ও হাত ফাটিয়ে দেয় এবং অলঙ্কার ও চুল ছিঁড়ে ফেলে।
ওসি বলেন, এ ঘটনার খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থিত পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক নুরে রাব্বী মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির সুযোগ নিয়ে ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসনের বিরুদ্ধে চলমান আন্দোলন বন্ধ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সদস্য সচিব তপন কুমার সরকার বলেন, ‘আজ সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিতে আমরা মণ্ডবে যাই। সেখানে গিয়ে দেখি, প্রতিমার হাতের আঙুল ও পায়ের পাতা ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া প্রতিমার শরীর থেকে কাপড় খুলে বিবস্ত্র করা হয়েছে। আমরা এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেছি।’