হত্যাচেষ্টা মামলায় লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৬ নেতার জামিন
নিজ সংগঠনের নেতাকে হত্যাচেষ্টা মামলায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ কারাবন্দি ছয় নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম জামিন মঞ্জুরের আদেশ দেন। আসামিদের আপিলের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না এ তথ্য জানিয়ে বলেন, এর আগে তাঁদের পাঁচ বছর এক মাসসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন আদালত। এরপর তাঁরা ১৯ দিন ধরে কারাগারে আছেন।
জামিন পাওয়া অন্য নেতারা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি কে এম বাপ্পি কবির (পালসার বাপ্পি), যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পি, ছাত্রলীগ নেতা মো. জুয়েল, সজিব ও মিরাজ।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলমকে হত্যাচেষ্টা মামলায় গত ১৮ জানুয়ারি লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন। এর মধ্যে তাৎক্ষণিক আপিলের মাধ্যমে জামিন পান ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ চার নেতা।