সুষ্ঠু নির্বাচনে যথাসাধ্য চেষ্টা করেছি : বিদায়ী সিইসি

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করেছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন আমাদের প্রতিশ্রুতি ছিল সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের। সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’
আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বিদায়ী সাবেক এ কথা বলেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
বিদায়ী নির্বাচন কমিশন সদস্যরা রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, তাঁদের মেয়াদকালে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি তাঁদের মেয়াদকালে সাবলীলভাবে সব নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার জন্য রাষ্ট্রপতিকে ও জনসাধারণকে ধন্যবাদ জানান।
এ সময় চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
বিদায়ী নির্বাচন কমিশনের মেয়াদকালে সময়োপযোগী নির্দেশনা এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কাজ করতে তাদের উৎসাহিত করার জন্য নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে সাহসিকতার সঙ্গে কাজ করার জন্য বিদায়ী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ছাড়াও রাজনৈতিক দলগুলো এবং জনগণের সহযোগিতা আবশ্যক।