নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিরাই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তাঁরা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান প্রদত্ত এখতিয়ারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এর আগে সব দলের মতামত নিয়েছেন। এটি রাষ্ট্রপতির মহানুভবতা। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে। আর সরকার সহায়তা করে থাকে।’
হাসানুল হক ইনু বলেন, ‘সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপির আগামী নির্বাচনে না আসার আর অজুহাত রইল না।’
বিএনপির প্রতি নির্বাচন কমিশনারের ক্ষোভ থাকতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তাঁর চাকরিজীবনের বিষয় কারো করুণায় নয়, আইনিভাবে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারো ওপর ক্ষোভ বা অনুরাগের কোনো বিষয় নেই। বরং তাঁর ওপর সবার আস্থা রেখেই কাজ করা মঙ্গলজনক বলে মনে করি।’

বাসস