সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির কূটচাল : তথ্যমন্ত্রী
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সাচ কমিটিতে অংশগ্রহণ বিএনপি সুদূরপ্রসারী কূটচাল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সামনে মন্ত্রী এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দল সার্চ কমিটির কার্যক্রমে অংশ নিচ্ছে। তবে এখানে একটি কিন্তু হচ্ছে, বিএনপি ও তার শরিক দলগুলো দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে আগুনযুদ্ধ, জঙ্গি উৎপাত, রাজাকার-যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়াসহ বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরপরও সার্চ কমিটিতে তারা অংশ নিয়েছে। তবে এটি তাদের কূটচাল কি না তা বোঝা যাবে, নির্বাচন কমিশন গ্রহণ করার প্রশ্নে এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার মধ্য দিয়ে।’
জাসদ সভাপতি আরো বলেন, ‘যতক্ষণ বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত দিচ্ছে না, নির্বাচন কমিশন যা গঠন হবে তা গ্রহণ করছে না, ততক্ষণ পর্যন্ত এই সার্চ কমিটিতে অংশগ্রহণের বিষয়টি সূদুরপ্রসারী কূটচাল বলে মনে হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘সার্চ কমিটিতে অংশ নিলেও বিএনপি এখনো নির্বাচনে অংশগ্রহণের পূর্ব শর্ত হিসেবে অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব দিয়ে পুরো পরিস্থিতিটা ঘোলাটের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রস্তাব মাঠে রেখে সার্চ কমিটিতে অংশ নেওয়াকে কূটচাল বলেই মনে হচ্ছে।’
পরে সার্কিট হাউস চত্বরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২৫ জানুয়ারি দেশের বিশিষ্ট ছয় নাগরিককে নিয়ে সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর রাজনৈতিকগুলোর কাছে কমিশনের জন্য নাম চায় কমিটি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল পাঁচটি করে নাম জমা দেয়। আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে কমিশন গঠনের জন্য ব্যস্ত সময় পার করছে সার্চ কমিটি।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া