বাসার ভেতর থেকে সরকারি গাছ কাটলেন ইউএনও!

মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন চত্বর থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি বড় গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ভেতরে গিয়ে দেখা যায়, বাসভবনের বিভিন্ন জায়গা থেকে ও পুকুরপাড় থেকে বড় দুটি পুরাতন ইউক্যালিপটাস, আমগাছসহ বিভিন্ন ধরনের গাছ কর্তন করা হয়েছে। এসব গাছ অধিক শ্রমিক দিয়ে নছিমন-করিমনযোগে দ্রুত বাসভবনের সামনে থেকে অন্যত্র সরিয়ে ফেলতে দেখা যায়।
জানতে চাইলে শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন থেকে গাছ কর্তন করা হয়েছে কি না, তা ইউএনও ম্যাডাম বলতে পারবেন। বিষয়টি আমি জানি না।’
এ ব্যাপারে শালিখা উপজেলা চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন টুকু বলেন, ‘গাছ কাটার বিষয়টি আমি লোক মারফত জেনেছি। ইউএনও মহোদয়ের বাসভবনের ভেতর থেকে পাঁচটি বড় ইউক্যালিপটাস ও আমগাছ কাটা হয়েছে, যার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। পরিষদে গাছ কর্তনের কোনো কমিটি গঠন বা কোনো প্রকার রেজুলেশন করা হয়নি। ইউএনও মহোদয় কীভাবে গাছ কর্তন এবং বিক্রি করলেন, তা আমি ভেবে পাচ্ছি না।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার বলেন, গাছ কাটার বিষয়ে উপজেলা পরিষদে রেজুলেশন করা হয়েছে।