বান্দরবানে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা
বান্দরবানের দর্শনীয় স্থান প্রান্তিক লেকে আনন্দ আয়োজনে মেতেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
গত মঙ্গলবার জেলা ছাড়াও সাত উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা আয়োজনে অংশ নেন।
‘সম্প্রীতির মিলনমেলা’ নামে ওই বনভোজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আইনজীবী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিরাও।
সাংবাদিকদের এই মিলনমেলার মঞ্চ গানে গানে মাতিয়ে তোলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। সেখানে তিনি পাঁচটি গান পরিবেশন করেন। এই গান বনভোজনের আনন্দকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। মন্ত্রীর গানে মুগ্ধ হয়ে অনেকেই তাঁকে পুরস্কৃতও করেছেন।
আনন্দ আয়োজনে সাংবাদিক পরিবারসহ আমন্ত্রিত অতিথিরা মেতে উঠেছিলেন শুটিংয়ের মাধ্যমে নিজের ভাগ্য পরীক্ষায় বেলুন ফাটানো, গেভলিন তীর ছুড়ে বেলুন ফাটানো, শিশুদের লটারি ও নাগরদোলায়। এ ছাড়া স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছিল। শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে অতিথি ও সাংবাদিক পরিবারের সদস্যরাও অংশ নেন সাংস্কৃতিক অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) সনজিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, গোয়েন্দা সংস্থা এনএসআইর পরিচালক মোহাম্মদ শাহাজাহান, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের উপবার্তা নিয়ন্ত্রক মোকছেদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী প্রমুখ।