রাজউকের সাবেক চেয়ারম্যান, পারটেক্স গ্রুপের পরিচালক গ্রেপ্তার

রাজধানীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ গ্রেপ্তার হয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, প্লট জালিয়াতির মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।