বিছনাকান্দিতে মাটিচাপায় ৩ শ্রমিক নিহত, লাশ উধাও
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/10/photo-1486714371.jpg)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে মাটিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনা ধামাচাপা দিতে রাতের আঁধারেই ‘পাথরখেকো’ মালিকরা শ্রমিকদের লাশ সরিয়ে ফেলেছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
এদিকে নিহতদের স্বজনরা জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে পাশা খেয়াঘাটসংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন পাথর কোয়ারির গর্ত থেকে পাথর ওঠানোর সময় দুর্ঘটনা ঘটে। এ সময় গর্তের মধ্যে থাকা তিন শ্রমিক মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। প্রাণহানির ঘটনাটি ধামাচাপা দিতে মালিকের লোকজন রাতেই লাশগুলো সরিয়ে ফেলে।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মাটিচাপায় শ্রমিক নিহতের সংবাদ গর্তের মালিক পুলিশকে জানাননি। স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই তিন শ্রমিকের লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়।
ওসি আরো জানান, বিছনাকান্দির পাথর কোয়ারি থেকে রাতের আঁধারে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করে একটি প্রভাবশালী চক্র। বৃহস্পতিবার দিবাগত রাতে পাথর ওঠানোর সময় বাছিত মিয়ার মালিকানাধীন গর্তের মাটি ধসে পড়ে।
শ্রমিকদের লাশ উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি। এ ছাড়া এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।