পুলিশের দাবি
১১০ বোতল ফেনসিডিলসহ নারী আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/11/photo-1486814234.jpg)
রাঙামাটি শহরের রির্জাভ বাজার থেকে আজ শনিবার সকালে হাছিনা আক্তার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি : এনটিভি
রাঙামাটি শহরের রির্জাভ বাজার থেকে হাছিনা আক্তার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সৌরজিৎ বড়ুয়ার নেতৃত্বে এক অভিযানে হাছিনাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে হাছিনাকে আটক করা হয়। তিনি মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
ওসি আরো বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। আমরা আগে মনে করেছি, এখানে ইয়াবার ব্যবসা বেশি। কিন্তু এখন দেখছি ইয়াবার পাশাপাশি ফেনসিডিলও রয়েছে। পুলিশের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।