নতুন ইসিকে শিশুর সঙ্গে তুলনা করলেন তথ্যমন্ত্রী
নতুন নির্বাচন কমিশনকে (ইসি) শিশুর সঙ্গে তুলনা করে সে সম্পর্কে এখনই মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন বলেও জানান তিনি।
আজ রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই সংক্রান্ত সভায় যোগ দেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ করে হাসানুল হক ইনু বলেন, ‘শিশু জম্মেছে, শিশুর বোলই ফুটল না, শিশু ফেরেস্তা না শয়তান এই মন্তব্য করা ঠিক না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এক নির্বাচিত সরকার থেকে আরেক নির্বাচিত সরকারের মাঝখানে খালেদা জিয়ার একটি অনির্বাচিত নির্বাচনীকালীন সরকার গঠন করার যে প্রস্তাব, সেটা কার্যত বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল করার প্রস্তাব, নির্বাচন বাঞ্চাল করার প্রস্তাব, গণতান্ত্রিক প্রক্রিয়া ধংস করার প্রস্তাব, সংবিধানকে সংকটে ফেলে দেওয়ার প্রস্তাব। এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না।’
সাংবাদিকদের হাসানুল হক ইনু আরো বলেন, ‘নির্বাচন কমিশনকে উছিলা করে উনি একটা অজুহাত খুঁজতেছেন পরিস্থিতি অস্বাভাবিক করে দেওয়ার। আসলে খালেদা জিয়ার উদ্দেশ্য আরেকটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা নয়, অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা।’
এ সময় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তিমণি চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলম জাকারিয়া টিপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া