ফেনীতে ইজতেমা শুরু ১৬ ফেব্রুয়ারি
ফেনীতে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।
আয়োজকরা জানিয়েছেন, শহরের দেবীপুরে এ ইজতেমার প্রস্তুতি এখন প্রায় শেষের দিকে। ইজতেমায় প্রায় দুই লাখ মানুষের সমাগম হবে। ইজতেমার মাঠে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে জেলা প্রশাসনের সহায়তায় পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছে।
একইসঙ্গে সিভিল সার্জনের তত্ত্বাবধানে একটি মেডিকেল দল ইজতেমা চলাকালীন মাঠে সার্বক্ষণিক অবস্থান করবে। ইজতেমায় আসা জরুরি রোগীদের জন্য সদর হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় থাকবে র্যাব-পুলিশের বিশেষ টহল দল। ইজতেমায় ১০টি দেশের প্রতিনিধি অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা।
জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।