দুই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী
জাতীয় চিড়িয়াখানা। ফাইল ছবি
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে পালানো সিংহীকে বশে আনা হয়েছে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় সিংহীটিকে ধরে ফের খাঁচায় রাখা হয়েছে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সিংহীটি খাঁচা থেকে পালিয়ে যায়। পরে অবশ করার গান (অস্ত্র) দিয়ে সিংহীটিকে বশে এনে খাঁচায় ভরা হয়।
চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান বলেন, আজ পৌনে ৫টার দিকে খাঁচা থেকে একটি সিংহ বেরিয়ে যায়। পরে চিকিৎসক দলের সহায়তায় দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টার পর সিংহীটিকে অবশ করার গান (অস্ত্র) দিয়ে উদ্ধার করে পুনরায় খাঁচায় রাখা হয়।

নিজস্ব প্রতিবেদক