রাঙামাটি পাবলিক কলেজ ভবন দ্রুত নির্মাণের দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/12/photo-1486918063.jpg)
রাঙামাটি পাবলিক কলেজ ভবন দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে পাবলিক কলেজের ভবন নির্মাণের কাজ ঝুলে আছে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে ভোগান্তি হচ্ছে। বারবার অনুরোধ করেও ঠিকাদার কাজ করছেন না। ঠিকাদার মুজিবুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ভবনের নির্মাণকাজ দ্রুত শেষ করতে বলেন।
এতে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর ও সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা।
মানববন্ধনের পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।