কিশোরগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কিশোরগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুক্তরাজ্যপ্রবাসীরা।
কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট সেন্টাল অ্যাসোসিয়েশন-ইউকের সহায়তায় আজ বুধবার তাড়াইল উপজেলার দুর্গম জনপদ দামিহা ইউনিয়নের মাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চাদর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ভুইয়া, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সংগঠনের স্থানীয় প্রতিনিধি অ্যাডভোকেট মারুফ আহমেদ, ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সামাজিক দায়বদ্ধতা থেকে এর আগেও কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল অ্যাসোসিয়েশন-ইউকের উদ্যোগে জেলার অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে আর্থিক অনুদানসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়।