রাঙামাটির পর্যটন উন্নয়নে মাস্টারপ্ল্যান ও নীতিমালা হচ্ছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/15/photo-1487178021.jpg)
পার্বত্য জেলা রাঙামাটির পর্যটনশিল্পের বিকাশে একটি মাস্টারপ্ল্যান এবং পাহাড়ের জন্য পৃথক পর্যটন নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
একই সঙ্গে প্রায় ৬৩০ কোটি টাকা ব্যয়ে ক্যাবল কার, পর্যবেক্ষণ কেন্দ্র, বিদ্যমান পর্যটনকেন্দ্রগুলোর সুবিধা বৃদ্ধি এবং নতুন স্পট উন্নয়ন, শিশু পার্কসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার রাঙামাটিতে পর্যটন উন্নয়নবিষয়ক সেমিনারে মাস্টারপ্ল্যানের খসড়া উপস্থাপনকালে এসব তথ্য জানানো হয়। ‘এআই অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি কনসালটেন্ট প্রতিষ্ঠান এই মাস্টারপ্ল্যানের কাজটি করে। সেমিনারে তাদের পক্ষ থেকে পরিকল্পনাটি উপস্থাপন করা হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমাসহ পার্বত্য মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদের শীর্ষ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, স্কাউট নেতা নুরুল আবছার।
সভায় নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আর পরিবেশ প্রতিবেশকে সমুন্নত রেখেই পাহাড়ে পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এ জন্য স্থানীয় রাজনীতি ও সামাজিক পরিবেশও পর্যটকবান্ধব হতে হবে। একই সঙ্গে ইকো ট্যুরিজম এবং কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে পাহাড়ের পর্যটনশিল্পকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্বত্যবাসীর প্রতি আগ্রহ ও ভালোবাসা সেটাকে বাস্তবে রূপদান করবে এই মাস্টারপ্ল্যানের সফল বাস্তবায়ন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য শান্তিচুক্তির আলোকেই পাহাড়ের পর্যটনকে এগিয়ে নেওয়া হচ্ছে এবং চুক্তির সঙ্গে বিরোধপূর্ণ কোনো কাজই জেলা পরিষদ করে না। তিনি সবাইকে আন্তরিকভাবে পাহাড়ের পর্যটন বিকাশে সহযোগিতার অনুরোধ জানান।