সালথা থানার ওসি প্রত্যাহার

ফরিদপুরের সালথা থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁকে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জেলার পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। আর প্রত্যাহারের পর বিকেলেই সালথা থানায় নতুন ওসি হিসেবে আমিনুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সালথা উপজেলায় নারী, শিশু ও সাংবাদিকসহ নিরীহ মানুষের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজনের হামলা, ভাঙচুর, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বুধবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানানো হয়। এর পরপরই ওসিকে প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে নগরকান্দা ও সালথা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন জানান, সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেনকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।