ফেনীতে শেষ হলো ইজতেমা
ফেনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা ও মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে আল্লাহর কাছ সাহায্য চাওয়া হয়।
আজ শনিবার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ফেনী শহরতলির দেবীপুরে অনুষ্ঠিত এই মোনাজাতে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেয়।
মোনাজাত শেষে মুসল্লিরা মাঠে জামাতের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন এবং দুপুরের খাওয়া সেরে নেন। আবার অনেকে মোনাজাত শেষে যানজটের আশঙ্কায় মাঠ ছেড়ে নিজ এলাকায় যাত্রা শুরু করেন।
আর এই সময় পুরাতন কুমিল্লা রোডসহ আশপাশের রাস্তায় যাটজট সৃষ্টি হয়। আর যানজটে ইজতেমায় আসা প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল আটকা পড়ে। যানজট নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়।
পৌরসভার তত্ত্বাবধানে থাকা টাউন সার্ভিস বাস লালপুল থেকে ইজতেমা মাঠে, হাসপাতাল মোড় থেকে ইজতেমা মাঠসহ বিভিন্ন রুটে ইজতেমায় আগতদের জন্য যাতায়াতের বিশেষ ব্যবস্থা করে।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে ফেনী শহরতলির দেবীপুর এলাকায় তাবলিগ জামাতের উদ্যোগে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়।