ত্রিশালে দুটি ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ড

ময়মনসিংহের ত্রিশালের দুটি ছাত্রীনিবাসে আজ বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি।
অগ্নিকাণ্ডের ফলে ছাত্রীনিবাসের ১০ কক্ষের বিছানাপত্র, কাপড়-চোপড় ও বই-পুস্তক সব পুড়ে গেছে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বেসরকারি ওই দুটি ছাত্রীনিবাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা থাকেন।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শহীদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান। তাঁরা জানান, রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন ‘শশী’ ও ‘অনিরুদ্ধ’ নামের দুটি আলাদা বেসরকারি ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শশী ছাত্রীনিবাসের আটটি ও পাশের অনিরুদ্ধ ছাত্রীনিবাসের দুটিসহ দশটি কক্ষের বিছানাপত্র, কাপড়চোপড় ও বই-পুস্তক সব পুড়ে গেছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ও ত্রিশালের দুটিসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।