কীর্তনখোলায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

বরিশালের কীর্তনখোলা নদীতে আজ শনিবার রাতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারাত্মক দগ্ধ হয়েছে। রাত পৌনে ৯টায় এই ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহাজে থাকা কর্মচারীদের সূত্রে জানা গেছে, প্রায় ১০ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে এম টি অ্যাংরেজ নামের ওই জাহাজ ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে বরিশালের যমুনা ডিপোর উদ্দেশে রওনা হয়। শনিবার রাতে বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা এলাকায় পৌঁছালে আকস্মিক এর ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। এতে জাহাজে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নৌ-ইউনিটসহ আটটি ইউনিট ঘটিনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হাসান জানান, জাহাজে থাকা তেলে আগুন না লাগায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে। ডুবে যেতে পারে এই আশঙ্কায় জাহাজটিকে টেনে তীরে আনা হয়েছে। জাহাজে নয়-দশজন কর্মচারী ছিল। হাসপাতালে ভর্তি হওয়া চারজন ছাড়া অন্যরা সুস্থ আছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্ট্রার ডা. মো. শাহিন জানান, এখানে শহিদুল (৫০), আবু সুফিয়ান (২৪), নাজমুল (৫০) ও হুমায়ুন কবির (৫০) নামের চারজনকে ভর্তি করা হয়েছে। এঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক। ২৪ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না।