বান্দরবানে নিজ বাড়ি থেকে রাবার বাগান মালিক ‘অপহৃত’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/20/photo-1487567525.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে আবুল বাশার (২৯) নামের এক রাবার বাগান মালিককে ‘অপহরণ’ করা হয়েছে বলে জানা গেছে। পরে মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
আজ সোমবার ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের আলেক্ষ্যং এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল বাশারের ভাই বাদল হোসেন জানান, আলেক্ষ্যংয়ে নিজ বাড়ি থেকে বাশারকে অপহরণ করে নিয়ে যায় ছয়-সাত অস্ত্রধারী। সন্ত্রাসীরা বাশারের মুঠোফোন থেকে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দাবি করে। পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে উদ্ধার অভিযানে নেমেছে।
আলেক্ষ্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পিওলাল ও বাইশারী পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের এসআই আবু মুছা জানান, অস্ত্রের মুখে একজনকে অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতকে উদ্ধারে আলেক্ষ্যং ও বাইশারী পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন।