রাবিপ্রবিতে ভর্তি, নিয়োগে বৈষম্যের অভিযোগ বাঙালিদের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/20/photo-1487600943.jpg)
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভর্তি, নিয়োগে পক্ষপাতিত্ব ও বৈষম্যের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী এবং দুপুর ১২টা দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, জাকির হোসেন প্রমুখ।
বাঙালি ছাত্র পরিষদের নেতারা জানান, তাঁরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার পর সরাসরি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ও স্মারকলিপি দেন। তখন উপাচার্যকে অভিযোগের বিষয়টি মৌখিকভাবেও জানানো হয়। স্মারকলিপি দেওয়ার ছবি তুলতে গেলে উপাচার্য বাধা দেন বলে দাবি করেন নেতারা।
স্মারকলিপিতে বাঙালি ছাত্র পরিষদ নেতারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বৈষম্যের অভিযোগ এনে চার দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- স্থানীয় শিক্ষার্থীদের ভর্তিতে সম-অধিকার ভিত্তিতে পার্বত্য কোটা চালু, নিয়োগের ক্ষেত্রে বাঙালিসহ সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে আনুপাতিকভাবে নিয়োগ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালু করা এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস নির্মাণ করা।
একই দাবিতে আগামী ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও, ২৮ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং ৬ মার্চ তিন পার্বত্য জেলায় অবরোধ পালন করার কথাও জানান সংগঠনটির নেতারা।
নেতারা আরো জানান, আজ একই দাবিতে সংগঠনটি রাঙামাটি ও খাগড়াছড়ি শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।