সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/kishoreganj_fire_in_president_house_picture_-1_1.jpg)
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে অগ্নিসংযোগসহ জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের খরমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৮টার দিকে বুলডোজার নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে বুলডোজার দিয়ে কার্যালয় ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে। সেখান থেকে ছাত্র-জনতা খরমপট্টি এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে গিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ সময় নিরাপত্তার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া আজ সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল খচিত ভাস্কর্য্য ‘চেতনা-৭১’ বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে স্থানীয়রা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণমাধ্যমকে বলেছেন, গত জুলাই-আগস্টে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার পর তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতা ছেড়ে ভারতে গিয়েও হাসিনা দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছেন। তাই কিশোরগঞ্জে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হবে না।