মহাখালীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
রাজধানীর মহাখালীর লেভেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. একরামুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই একরামুলের মৃত্যু হয়। একরামুল কক্সবাজারের মহেশখালী উপজেলার মৃত মজিবুল হকের ছেলে।
এসআই রেজাউল জানান, মৃত একরামুলের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা