ভারতকে আশ্বস্ত করেছে সরকার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/10/photo-1423552426.jpg)
বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ভারত সরকারকে আশ্বস্ত করেছে বাংলাদেশ সরকার। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এ কথা জানিয়েছেন বলে বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে।
একই সঙ্গে ঢাকার ভারতীয় দূতাবাস মনে করছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি যে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন। বাংলাদেশের বর্তমান সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনা করেই তারা এটা মনে করছে। তবে এ আলোচনা বা বৈঠক নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি ভারত।
দিল্লিতে বার্ষিক সম্মেলনে যোগ দিতে গেছেন বিভিন্ন দেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতরা; গেছেন পঙ্কজ শরণও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি বলছে, এ সম্মেলনেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সুষমা স্বরাজকে জানান পঙ্কজ।
এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেছে বা তিনি আপস করতে চান, এ ধরনের ইঙ্গিতও ভারত পায়নি বলে জানিয়েছে বিবিসি; বরং তিনি আরো কঠোরভাবে পরিস্থিতি মোকাবেলা করবেন বলে কথা দিয়েছেন।
একই সঙ্গে বিএনপি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ঢাকার ভারতীয় দূতাবাস মনে করছে, গত এক মাসের টানা অবরোধ, নাশকতা, আগুন ইত্যাদির কারণে দলটির জনপ্রিয়তায় বেশ ভাটা পড়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ বিরক্ত হয়ে পড়েছেন বলে ধারণা করছে তারা।
বিবিসি বাংলা তাদের প্রতিবেদনটিতে আরো জানিয়েছে, দিল্লি চাইছে দ্রুত যেন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সে সমাধানে ভারতের কোনো ছায়া যেন দেখা না যায়, সে ইঙ্গিতও ভারতের হাইকমিশনারকে দিয়েছেন সুষমা স্বরাজ।
বাংলাদেশের বিভিন্ন খাতে ভারতের কোম্পানিগুলো শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন। টানা অবরোধের কারণে তারাও বেশ উদ্বিগ্ন। দেশটির কর্মকর্তারা বলছেন, স্ট্র্যাটেজিক দিক থেকে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব এখন অনেক বেশি। তাই ব্যবসা-বাণিজ্যকে সহায়তা করবে এমন একটি স্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে দেখতে চান তাঁরা।