মাগুরা আদর্শ কলেজে মিলনমেলা

মাগুরা আদর্শ কলেজের ৩৫ বছর পূর্তিতে আজ আনন্দ র্যালি বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ কলেজের ৩৫ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পদচারণে কলেজ প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।
আজ শুক্রবার সকালে কলেজ চত্বরে বেলুন উড়িয়ে এ মিলনমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।
উদ্বোধনের পর শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ থেকে শহরের বিভিন্ন সড়কে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গণে উন্মুক্ত আড্ডা ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন শিল্পী বারী সিদ্দিকী।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল জানান, দীর্ঘদিন পর প্রাক্তনরা একসঙ্গে মিলিত হওয়ায় কলেজ ক্যাম্পাস মিলনমেলায় রূপ নিয়েছে।