‘১০০ টাকা আছে, ক্যামনে যামু গুলিস্তান’
‘সাভারে বইনের বাসায় বেড়াতে গেলাম চার দিন আগে। আজ সকালে ৭টা সময় বার হইছি ৪০০ টাকা লইয়া। আমিনবাজার পর্যন্ত আসতেই খরচ হইল ৩০০ টাকা। এখন এখান থেকে গুলিস্তানে যাইতে রিকশা ভাড়া চাইছে ৪০০ টাকা। আমার কাছে এত টাকা নাই। ১০০ টাকা আছে। এখন ক্যামনে যামু গুলিস্তান।’
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আমিনবাজার সেতুর পাশে বস্তা ঘাড়ে করে আফরোজা বেগম নামের ৫৩ বছর বয়সী এক বৃদ্ধা এভাবেই কথাগুলো বলছিলেন এনটিভি অনলাইনকে।
আফরোজা বেগম জানান, তাঁর বোনের বাড়ি সাভারে। চার দিন আগে সেখানে বেড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু আজ তাঁর বাসায় ফেরা অনেক জরুরি। তাই সকালে সাভার থেকে চিটাগাং রোডে নিজের বাসার উদ্দেশে রওনা দেন। যেহেতু সাভার এলাকার গ্রামাঞ্চলে তাঁর বোনের বাড়ি, তাই বোনের বাড়ি থেকে বেগুন, লাউ, কিছু শাকসবজি নিজের বাসার জন্য নিয়ে এসেছেন। কিন্তু রাস্তায় আসার পর তিনি জানতে পারেন, ধর্মঘট চলছে।
সাধারণত সাভারে তাঁর বোনের বাড়ি থেকে নিজের বাসা পর্যন্ত পৌঁছাতে ১৫০ টাকার মতো খরচ হয়। তাই ৪০০ টাকা নিয়ে রওনা দেন। কিন্তু সাভার থেকে আমিনবাজার পর্যন্ত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান পরিবর্তন করে আসতে আসতে তাঁর ৩০০ টাকা খরচ হয়ে গেছে।
আফরোজা আরো জানান, কোনোমতে যদি গুলিস্তান পর্যন্ত যেতে পারেন, তাহলে বাসা থেকে কেউ এসে তাঁকে নিয়ে যাবে। কিন্তু প্রখর রোদের মধ্যে ঘাড়ের ওপর বস্তা নিয়ে ১০০ টাকা দিয়ে কীভাবে গুলিস্তানে যাবেন, সে দুশ্চিন্তাই তাঁর।
আমিনবাজার সেতু ও গাবতলী এলাকায় দাঁড়িয়ে থাকা রিকশাগুলোর পাশে এমন অনেক সাধারণ মানুষকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যাত্রীদের কাছ থেকে মূল ভাড়ার তিন বা চার গুণ টাকা চাওয়া হচ্ছে। তাই অতিরিক্ত টাকা সঙ্গে না থাকায় অনেকেই পড়েছেন বিপাকে।
আজ সকালে গাবতলী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শাহ আলম (৩৪) নামের এক শ্রমিক আহত হন। কয়েকজন শ্রমিকের দাবি, আহত শাহ আলম বৈশাখী পরিবহনের বাসচালক ছিলেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় প্রায় ১০ শ্রমিককে আটক করা হয় বলেও দাবি করেন শ্রমিকরা।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আহমেদ জানান, গাবতলী, আমিনবাজার ও টেকনিক্যাল মোড়ে রাস্তায় বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। তাঁর দাবি, বর্তমানে গাবতলী এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে।
এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাঁর থানা থেকেও পুলিশের টিম পাঠানো হয়েছে। তাঁর দাবি, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
গত ২২ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তাঁরা। ধর্মঘটের পর গতকাল রাতে গাবতলীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মাইক্রোবাসের। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।