সীমাহীন দুর্ভোগ, হাঁটা কিংবা রিকশাই ভরসা
রাজধানী ঢাকায় প্রবেশের একটি অন্যতম পথ আমিনবাজার। ঢাকার বাইরে এবং সাভার মানিকগঞ্জ এলাকা থেকে আসা সব মানুষই আমিনবাজার দিয়ে ঢাকায় ঢোকেন। কিন্তু ধর্মধঘটের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে তাঁরা।
আজ সকাল ১০টার পর পুলিশের অভিযানের ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আমিনবাজার থেকে টেকনিক্যাল পর্যন্ত কোনো পরিবহন চলাচল করছে না। তাই সাধারণ মানুষ গন্তব্যস্থলে যাওয়ার জন্য হাঁটা কিংবা রিকশাকেই বেছে নিয়েছেন। আমিনবাজার থেকে টেকনিক্যাল পর্যন্ত অতিরিক্ত রিকশা ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করা জাহিদুল ইসলাম জানান, তাঁর বাড়ি রাজধানীর উপকণ্ঠ নবীনগরে। তাঁর ছোটভাই সাত দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি। তাই নবীনগর থেকে আমিনবাজার পর্যন্ত অনেক কষ্টে এসেছেন তিনি। কিন্তু আমিনবাজার থেকে টেকনিক্যাল পর্যন্ত যাওয়ার জন্য তাঁকে ১৮০ টাকা রিকশা ভাড়া দিতে হয়েছে।
অথচ গণপরিবহনে এই দূরত্বের ভাড়া মাত্র পাঁচ টাকা। তবুও সবকিছু মেনে নিয়ে জীবনের ঝুঁকি নিয়েই তাঁকে ঢামেকের দিকে যেতে হচ্ছে।
রিকশার পাশাপাশি হেঁটেও এই পথ পার হচ্ছেন সাধারণ মানুষ। এ ছাড়া ভ্যানে করে অনেককেই যেতে দেখা গেছে।
সাইদুল নামের এক পথচারী জানান, হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত হেঁটে এসেছেন তিনি। মতিঝিলে একটি অফিসে কাজের জন্য দুপুরের মধ্যে তাঁকে যেতে হবে। গণপরিবহন না পাওয়ার কারণে হেঁটেই আমিনবাজার থেকে রওনা দিয়েছেন তিনি।
এদিকে গাবতলী এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কিছু সময় পরপর তারা দল বেঁধে সড়কের ওপরে টহল দিচ্ছেন।
এদিকে আজ সকালে গাবতলী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শাহ আলম (৩৪) নামের এক শ্রমিক আহত হন। কয়েকজন শ্রমিকের দাবি, আহত শাহ আলম বৈশাখী পরিবহনের বাসচালক ছিলেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় আরো ১০ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেন শ্রমিকরা।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আহমেদ জানান, গাবতলী, আমিনবাজার ও টেকনিক্যাল মোড়ে রাস্তায় বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। তাঁর দাবি, বর্তমানে গাবতলী এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে।
এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাঁর থানা থেকেও পুলিশের টিম পাঠানো হয়েছে। তাঁরও দাবি, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
গত ২২ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তাঁরা। ধর্মঘটের চলাকালীন গতকাল রাতেও গাবতলীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।