‘সরকার পাহাড়ে ব্যাপক উন্নয়ন করেছে’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/12/photo-1434120588.jpg)
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) বলেছেন, বর্তমান সরকার সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামেও ব্যাপক উন্নয়ন করেছে। চলতি অর্থবছরেও পার্বত্য চট্টগ্রামে আরো ব্যাপক উন্নয়নের কাজ হাতে নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ সবকিছু পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি উপজেলার মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন নব বিক্রম কিশোর ত্রিপুরা।
মাইসছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমংশ্যে মারমার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাথোয়াইঅং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, মহালছড়ি উপজেলার চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির চৌধুরী, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলোৎপল খীসা প্রমুখ।
এ ছাড়া নব বিক্রম কিশোর ত্রিপুরা এদিন মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ত্রিপুরা-রাখাইন (আরটি) প্রকাশনা সমিতির ভবন এবং চার কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি মাতাই (দেবতা পুকুর) পুকুরি এলাকায় তীর্থ যাত্রী ও পর্যটকদের সুবিধার্থে নির্মাণাধীন অবকাঠামোর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পরে তিনি মহালছড়ির মুড়াপাড়ায় সমন্বিত পাহাড়ি উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপকারভোগীদের মাঝে ১০টি গাভী বিতরণ করেন।