চটপটি খেতে গিয়ে ‘যৌন নিপীড়নের শিকার’ তিন শিশু
রাজধানীর পল্লবী এলাকায় চটপটি খেতে গিয়ে দুটি পরিবারের তিন মেয়েশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মিরপুরের পল্লবী এলাকায় ঘটনাটি ঘটে।
ওই তিন শিশুর অভিভাবকরা অভিযোগ করেন, তাঁদের মেয়েরা বাড়ির পাশে চটপটির দোকানে চটপটি খেতে যায়। তখন দোকানের মালিক ইকবাল তাদের প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে যান। পরে তিন শিশুর ওপর যৌন নিপীড়ন চালান তিনি।
এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে ইকবালের চটপটির দোকার ভাঙচুর চালায় স্থানীয় লোকজন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ইকবাল।
এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এনটিভি অনলাইনকে জানান, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পরই ইকবাল পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরো জানান, যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে। পুলিশকে জানানো হয় রাত ১১টার পর। যদি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো যেত, তবে আসামিকে তখনই গ্রেপ্তার করা সম্ভব হতো।