কলেজগামী শিক্ষার্থীদের ওপর ট্রাক, নিহত ২
প্রতিদিনের মতো আজ সকালেও তাঁরা দলবেঁধে কলেজ যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তাঁরা যখন চট্টগ্রামের পাহাড়তলীর সিটি গেট এলাকায়, ঠিক তখনই একটি ট্রাক উঠে পড়ে তাঁদের ওপর।
ঘটনাস্থলেই নিহত হন দেলোয়ার হোসেন শামীম নামের এক শিক্ষার্থী। আর পাঁচজনকে হাসপাতালে নেওয়া হলে মারা যান ওয়াহিদুল হাসান নামের আরেকজন। আহত বাকি চার শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের পাশে একটি গুদামের দিকে যাওয়ার সময় ট্রাকটি পেছন থেকে ওই শিক্ষার্থীদের ধাক্কা দিলে হতাহাতের ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুল সীতাকুণ্ডুর ফৌজদারহাট গ্রামের ফকিরবাড়ী এলাকার এনামুল হকের ছেলে। শামীম একই গ্রামের কালু শাহ মাজার এলাকার সামসুল হকের ছেলে।
মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ফারহানা আক্তার জানান, নিহত দুজনই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আহতরা হলেন সরূপ বড়ুয়া জয়, মিজানুর রহমান মুন, জিদান ও হাসান রাজ।
এ দুর্ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর গুদাম বন্ধ, সিটি গেটে ফুট ওভার ব্রিজ নির্মাণ এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
নগরীর আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুদীপ কুমার দাস জানান, শিক্ষার্থীরা সিটি গেটসংলগ্ন মোস্তফা হাকিম কলেজে যাওয়ার সময় দ্রুতগতির একটি গমবাহী ট্রাক পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুলকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান জানান, কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও গুদাম-মালিক পক্ষের মধ্যে বৈঠকে নিহতদের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সীতাকুণ্ডুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আল মামুন বলেন, ছাত্রদের দাবি অনুযায়ী, গুদাম বন্ধ, কলেজের সামনের সড়কে একটি ফুটওভার ব্রিজ এবং ট্রাক চলাচল বন্ধে লোহার বেরিকেড নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।