বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
 
বান্দরবানের আলীকদম উপজেলায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—বাজারপাড়ার বাসিন্দা মিনহাজ (১৮), চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. সৈয়দ আমিন (৪৫) ও মো. বেলাল (৩০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

 
                   আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
                                                  আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
               
 
 
 
