বান্দরবানে ‘চাঁদের গাড়ি’ উল্টে আহত ১১ পর্যটক, ২ জনের অবস্থা গুরুতর
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে পর্যটকবাহী 'চাঁদের গাড়ি' উল্টে গিয়ে ১১ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
পুলিশ ও স্থানীয়রা জানায়, পর্যটকদের নিয়ে চাঁদের গাড়িটি বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি সড়কের রেলিংয়ে আঘাত করে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ আরও জানায়, রেলিংয়ে আঘাতের কারণে গাড়িটি গভীর খাদে পড়া থেকে রক্ষা পায়। মাত্র দুই ফুট দূরে ছিল গভীর খাদ— সেখানে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
আরও পড়ুন: ব্রিটিশ জলসীমায় রাশিয়ান যুদ্ধজাহাজ, পুতিনকে হুঁশিয়ারি ‘আমরাও প্রস্তুত’
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা হলেও দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী তথ্য নিশ্চিত করে জানান, আমরা আহতদের উদ্ধার করেছি। গুরুতর আহত দুইজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)