কুমিল্লা আদর্শ সদরে নৌকার প্রার্থী বিজয়ী
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। ছবি : এনটিভি
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার দিনভর ভোট শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৪৬ হাজার ৯৯ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল কাইয়ুম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা