চট্টগ্রামে অঞ্জলি হত্যাকাণ্ডে একজন আটক : ডিবি
চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলি রানী দেবীকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ডিবি জানিয়েছে, আটক মোহাম্মদ রেজা চট্টগ্রামের পটিয়ার জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সাবেক ভূসম্পত্তি কর্মকর্তা।
ডিবির উপকমিশনার তানভীর আরাফাত জানান, অঞ্জলি হত্যাকাণ্ডে মোহাম্মদ রেজা প্রধান সন্দেহভাজন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে আটক করা হয়েছে। জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত ১০ জানুয়ারি নগরীর চকবাজার তেলিপট্টি লেনে নিজ কর্মস্থলে যাওয়ার পথে অঞ্জলি রানী দেবীকে (৫৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন বিকেলেই তাঁর স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।