হাসপাতাল থেকে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকার গৃহবধূ তানজিলা আক্তার (২৪) নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে তাঁর স্বামী আবু মুসা গত বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ তানজিলার বাবা মো. ইউনুছ মিয়াজীর বাসা মতলব উত্তর থানার ইছাখালীতে।
জিডিতে মো. আবু মুসা উল্লেখ করেন, তাঁর স্ত্রী তানজিলা আক্তার অসুস্থ হলে গত ৭ মার্চ পার্শ্ববর্তী দাউদকান্দি মেডিল্যাব হাসপাতালে নেওয়া হয়। তানজিলার মা নূরজাহান বেগম তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসকের কাছে যান। পরে সেখানে গিয়ে তানজিলাকে পাননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজ করার পরও তাঁকে পাওয়া যায়নি। তানজিলার মোবাইল নম্বরে ফোন করলে সেটিও বন্ধ পান। এর পর তাঁর মা বিষয়টি আবু মুসাকে মোবাইল ফোনে জানান। পরে তিনি সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও স্ত্রীর কোনো সন্ধান পাননি।
জিডিতে আরো উল্লেখ করা হয়, বর্তমানে তাঁদের একটি দুই বছরের মেয়েসন্তান রয়েছে। নিখোঁজ হওয়ার দিন তানজিলা আক্তারের গায়ে ফিরোজা রঙের সালোয়ার-কামিজ ছিল। তাঁর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি।
এ বিষয়ে তানজিলা আক্তারের খালা ফরিদা এনটিভি অনলাইনকে বলেন, ঘটনার দুদিন আগে তানজিলা বুকে ব্যথা অনুভব করেন। এ কারণে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
ফরিদা আরো জানান, তাঁদের পরিবার কাউকে কোনো ধরনের সন্দেহ করছে না। তবে কী কারণে তানজিলা নিখোঁজ হলো, সেটাও কেউ বলতে পারছে না।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, তানজিলা আক্তারকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।