প্রথমবারের মতো সাবমেরিন পেল নৌবাহিনী

নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো যুক্ত হলো দুটি ডুবোজাহাজ (সাবেমেরিন)। আজ রোববার দুপুরে চট্টগ্রাম নেভাল একাডেমিতে চীন থেকে কেনা সাবমেরিন দুটিকে কমিশন প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীন থেকে আমদানি করা সাবমেরিন দুটি হলো 'বনৌজা নবযাত্রা' ও 'বনৌজা জয়যাত্রা'। ৭৬ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৬ মিটার প্রস্থের সাবমেরিন দুটি টর্পেডো ও মাইনসজ্জিত। ঘণ্টায় সর্বোচ্চ ১৭ নটিক্যাল মাইল পাড়ি দিতে সক্ষম সাবেমরিন দুটি।
গত বছরের ২২ ডিসেম্বর সাবমেরিন দুটি বাংলাদেশে পৌঁছায়। বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর ৪০টি দেশের নৌবাহিনীর সাবমেরিন রয়েছে।
কমিশন প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সাবমেরিন সংযোজনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ইত্যাদি জন্য আমরা সাবমেরিনের জন্য পৃথক ঘাঁটি নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির কার্যক্রমও ইতিমধ্যে শুরু করেছি। বাংলাদেশ নৌবাহিনীকে একটি সত্যিকারের ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তর করার কথা আমি আপনাদের দিয়েছিলাম। আজকে সেই প্রতিশ্রুতি আমি পূরণ করলাম।’
শেখ হাসিনা আরো বলেন, ‘আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে অথবা দেশের ভেতরে কেউ যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড আমরা কাউকে অন্যায় কাজে ব্যবহার করতে দেব না, এটা আমাদের সিদ্ধান্ত এবং সেভাবেই আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি। আমাদের দেশের অভ্যান্তরে কেউ যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তাঁর জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি।’
পরে নবযাত্রা ও জয়যাত্রার অধিনায়করা প্রধানমন্ত্রীর কাছ থেকে কমিশনিং ফরমান গ্রহণ করেন।