প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ৭ এপ্রিল

বাংলাদেশ ও ভারত আজ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল নয়াদিল্লি সফর করবেন।
ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে রাষ্ট্রীয় সফর করবেন। বার্তা সংস্থা বাসস এ তথ্য দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল দুই নেতা ভারতের রাজধানীতে আনুষ্ঠানিক বৈঠকে করবেন।
শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফর করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফর করেন।
বিবৃতিতে বলা হয়, ‘আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে এবং দুই নেতার মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।’