বিচার বিভাগকে কাজ করতে না দেওয়ায় বাড়ছে সন্ত্রাস-দুর্নীতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/18/photo-1489830968.jpg)
প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, বিচার বিভাগকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না বলেই দেশে সন্ত্রাস ও দুর্নীতি বেড়ে যাচ্ছে।
আজ শনিবার সকালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘এই অপরাধ প্রবণতা, ইভেন (এমনকি) এই যে সন্ত্রাসমূলক কাজ, এগুলা কিন্তু চলে যেত। এটা কিন্তু বিচার বিভাগের যে ঠিকমতো কাজ করার কথা, সেটা করতে দেওয়া হচ্ছে না বলে আজ এগুলো বেড়ে যাচ্ছে। আমি আশা করব প্রধান বিচারপতি হিসেবে সরকার এবং প্রশাসনকে যেটা আমাদের এবং সরকারের সঙ্গে যেটা হচ্ছে, এটা উপলব্ধি করবেন। এবং এগিয়ে আসবেন যাতে দেশে ভবিষ্যতে আর কোনো ভুল বোঝাবুঝি না হয়।’
প্রধান বিচারপতি আরো বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক সরকারের দলীয় চিন্তাভাবনা থাকতে পারে। কিন্তু বিচার বিভাগ এর প্রভাবমুক্ত থাকে।’
বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ নয় উল্লেখ করে এস কে সিনহা অভিযোগ করেন, একটি মহল বিচার বিভাগকে সব সময় ভুলভাবে উপস্থাপন করে। প্রশাসনের কর্মকর্তারা বিচার বিভাগ সম্পর্কে সরকারকে ভুল প্রতিবেদন দেবেন না বলে আশা করেন তিনি। প্রধান বিচারপতি জানান, দেশের অনেক গুরুত্বপূর্ণ মামলার রায়সহ অনেক কিছুই দিয়েছে এই বিচার বিভাগ।